• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৩৩    ঢাকা সময়: ১৩:৩৩

অভিনয় ছাড়ছেন অভিনেত্রী অহনা

  • বিনোদন       
  • ২০ অক্টোবর, ২০২৪       
  • ২৯
  •       
  • ১৭:৩৪:৪২

দেশকন্ঠ অনলাইন : জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। বিশেষ করে নাটকে তার দর্শকপ্রিয়তা তুঙ্গে। ঠিক এই সময়ে জানালেন, অভিনয়কে বিদায় জানাচ্ছেন তিনি।

সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসের স্ত্রী’ শিরোনামে একটি নাটক কয়েক মিলিয়ন ভিউ হওয়ায় নাটকটি নিয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন তিনি। স্কাই ভিউয়ের ব্যানারে নাটকটি নির্মাণ করেন জিয়াউদ্দিন আলম। এ নাটক নিয়ে অভিমত ব্যক্ত করার সময় অহনা জানান, তিনি আর অভিনয় করতে চান না।

এ বিষয়ে অহনা রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না। অনেকদিন কাজ করেছি, এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছেন তাদেরও দেখা উচিত।’

নাটকের গল্প প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘সব সময় দেখানো হয় যে, কেউ বিদেশে থাকে তার মানে তার স্ত্রী পরকীয়া করে। বউরা ভালো হওয়া সত্ত্বেও এসব কথা শুনতে হয়। আমি যে চরিত্রে অভিনয় করেছি, তা দিয়ে সমাজের এসব বিষয় তুলে ধরেছি।’

মোশাররফ করিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অহনা বলেন, ‘মোশাররফ করিম পুরো বাংলাদেশের সম্পদ এবং আমি ভবিষ্যতে বলতে পারব যে, আমি বাংলাদেশের এমন একটা মানুষের সঙ্গে কাজ করেছি। তিনি আমার শিক্ষক, বড় ভাই, কলিগ। তিনি আমাকে হাতে ধরে অনেক অভিনয় শিখিয়েছেন। আমার ক্যারিয়ারে তার কৃতিত্ব অনেক।’
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।