• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:৫৪    ঢাকা সময়: ০৮:৫৪

আইপিএলের নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটার

  • ক্রীড়া       
  • ০৬ নভেম্বর, ২০২৪       
  • ১৬
  •       
  • ২২:৩৩:২৭

দেশকন্ঠ অনলাইন : আগেই জানা গিয়েছে এবারের আইপিলের নিলাম অনুষ্ঠিত হবে ভারতের বাইরে। ভেন্যু হিসেবে আলোচনায় ছিল সৌদি আরবের বেশ কয়েকটি শহর। এবার জানা গেছে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবের জেদ্দাতে।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। আসন্ন এই নিলামের জন্য মোট ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার আছেন ৪০৯ জন। আর ভারতীয় ক্রিকেটার রয়েছেন ১ হাজার ১৬৫ জন।

এর মধ্যে ৩২০জন ক্যাপড ও ১ হাজার ২২৪ জন আনক্যাপড ক্রিকেটার নাম লিখিয়েছেন। ৩০ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন আইসিসির সহযোগী দেশগুলো থেকে। সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার নাম দিয়েছেন সাউথ আফ্রিকা থেকে।

এর বাইরে আফগানিস্তানের ২৯, অস্ট্রেলিয়া ৭৬, বাংলাদেশ ১৩, কানাডা ৪, ইংল্যান্ড ৫২, আয়ারল্যান্ড ৯, ইতালি ১, নেদারল্যান্ডস ১২, নিউজিল্যান্ড ৩, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ২৯, সংযুক্ত আরব আমিরাতের ১, যুক্তরাষ্ট্র ১০, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ ও জিম্বাবুয়ের ৮ ক্রিকেটার উঠবেন নিলামে।

আইপিএলের নিলাম শুরুর আগে এই তালিকা কিছুটা ছোট হয়ে আসবে। নিলামে এখনও পর্যন্ত কোন কোন ক্রিকেটার নাম লিখিয়েছেন তাদের নাম প্রকাশ করেনি আয়োজকরা। কদিন পরেই ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশের কথা রয়েছে আইপিএলের আয়োজকদের।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।