• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:৫৫    ঢাকা সময়: ০৮:৫৫

সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

  • ক্রীড়া       
  • ১০ নভেম্বর, ২০২৪       
  •       
  • ১৪:৫৭:৪১

দেশকন্ঠ অনলাইন : সাফ চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী নারী দলকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেবার ঘোষনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ।  

শনিবার বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বাফুফে কার্যনির্বাহী সদস্যা আমিরুল ইসলাম বাবু নারী দলের জন্য অর্থ পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। শিগগিরই আনুষ্ঠানিক ভাবে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।

বাবু আরো বলেছেন, ‘শুধু খেলোয়াড় নয়, যারা এই দলের সঙ্গে ছিলের প্রতিটি সদস্য বাফুফের এই পুরস্কার পাবে।’

গত ২ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় মেয়েদের দলটিকে সংবর্ধনা দেন।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাফ জয়ী দলকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পক্ষ থেকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।