• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৫৯    ঢাকা সময়: ১৩:৫৯

সাফজয়ী পাহাড়ের তিন কন্যাকে সংবর্ধনা দিবে রাঙ্গামাটি জেলা প্রশাসন

  • ক্রীড়া       
  • ২০ নভেম্বর, ২০২৪       
  •       
  • ২২:২৭:২০

দেশকন্ঠ অনলাইন : টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী পাহাড়ের তিন স্বর্ণকন্যা ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়ছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

আগামী ২৩ নভেম্বর রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি সেনাবাহিনী রিজিওন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে যৌথভাবে রাঙ্গামাটি চিং হøা মং মারী স্টেডিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

মোশারফ হোসেন খান আরো জানান পাহাড়ের গর্বিত এসব খেলোয়ারদের সংবর্ধনা দিতে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবারর সকালে ঋতুপর্ণাদের নিয়ে ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে সকাল ১০টায় সুসজ্জিত তিনটি ট্রাক রাঙ্গামাটি শহর প্রদক্ষিণ করবে।

গাড়ির বহরে সঙ্গে শতাধিক মোটরসাইকেলও থাকবে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে ভেদভেদি দিয়ে রাঙাপানি, তবলছড়ি হয়ে দোয়েল চত্বর ঘুরে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে তাদের সম্মাননা প্রদান করা হবে। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। সংবর্ধনায় শহরবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।