• মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:৩৮    ঢাকা সময়: ০৩:৩৮

ইতিহাস গড়লেন ট্রাম্প

দেশকন্ঠ অনলাইন : ইলেকটোরাল নাটকের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনায় উইসকনসিন অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটে জিতে তিনি ম্যাজিক নম্বর ২৭০ পার করে ফেলেছেন। এর মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হলো। অত্যাশ্চর্য প্রত্যাবর্তনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

আলাস্কা এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ ইলেকটোরাল কলেজ ভোট জিতে ডোনাল্ড ট্রাম্পের মোট কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ তে। অন্যদিকে, কমলা হ্যারিস নিউ হ্যাম্পশায়ার জিতেছেন। এর ফলে তিনি ২২৩ কলেজ ভোট পেয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।

৪ বছর ধরে হোয়াইট হাউসের চাবি হাতছাড়া থাকার পর ট্রাম্প তা পুনরুদ্ধার করলেন। শুধু তাই নয় এই নির্বাচনে জেতার মাধ্যমে তিনি গড়েছেন নতুন এক ইতিহাস।

হোয়াইট হাউস জয়ী প্রথম দোষী সাব্যস্ত অপরাধী ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ৭৮  বছর বয়সে নির্বাচিত সবচেয়ে বয়স্ক ব্যক্তিও তিনি।

ট্রাম্প কমলা হ্যারিসের মতো এমন একজন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন যিনি একজন ডেমোক্র্যাট নারী হিসেবে, একজন প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাস ভাঙতে চেয়েছিলেন। হতে চেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপতি।

এমন এক সময় ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন যখন ডেমোক্রেটরা তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যা দেয়।  এমনকি তার প্রতিপক্ষ, ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার নিজের কিছু প্রাক্তন হোয়াইট হাউস কর্মকর্তাদের দ্বারা তিনি ফ্যাসিবাদী বলে চিহ্নিত হয়েছিলেন।

এদিকে, নির্বাচনে হেরে যাওয়ায় রাতে ভোটারদের উদ্দেশে কোনো বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি বক্তৃতা দেবেন না জানানোর পর উপস্থিত সবাই পরিত্যক্ত চেয়ার ও পতাকা ফেলে রেখে বাড়ি ফিরে যান।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।