• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:২৯    ঢাকা সময়: ০৩:২৯

লেবাননের যুদ্ধবিরতি চুক্তি এক ‘সুসংবাদ’ : বাইডেন

দেশকন্ঠ অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার মার্কিন ও ফরাসি মধ্যস্থতায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে একে ‘সুসংবাদ’ বলে অভিহিত করেছেন। এটি গাজায় শান্তির জন্য অনুপ্রেরণা হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ইসরাইলি মন্ত্রীসভায় চুক্তিটি অনুমোদন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন  নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা দেওয়ার পরিপেক্ষিতে বাইডেন বলেছেন যে বুধবার স্থানীয় সময় ভোর ৪টায় এই চুক্তি কার্যকর হবে।                                                          

 বাইডেন দুই মাসেরও কম সময়ের মধ্যে ক্ষমতা ছাড়তে চলেছেন। তিনি হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক বক্তৃতায় বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে আমার কাছে আসা কিছু সুসংবাদ জানাতে চাই। আমি এইমাত্র ইসরাইল ও  লেবাননের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি এবং আমি  ঘোষণা করতে পেরে আনন্দিত  যে তাদের সরকার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে বিধ্বংসী সংঘর্ষের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে।’

বাইডেন  ‘এই মুহূর্তেও সাফল্যে পৌঁছাতে তার অংশীদারিত্বের জন্য’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদ জানিয়েছেন। ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাইডেনের ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে চুক্তিটি তার জন্য একটি বিরল উৎসাহ।

ট্রাম্প ট্রানজিশন টিম এএফপি’কে এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তার ঐতিহাসিক বিজয়ের কারণে এই অঞ্চলের অভিনেতারা শান্তির দিকে অগ্রসর হবেন  এবং আমরা ঠিক  সেটাই ঘটতে দেখছি।’

বাইডেন বলেন, চুক্তিটি এমনভাবে সাজানো হয় যেন ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে শত্রুতার স্থায়ী নিরসন হতে পারে। চুক্তির অধীনে,  লেবাননের সেনাবাহিনী তাদের পাশের সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেবে এবং হিজবুল্লাহ ও সংশ্লিষ্ট অন্যদের পুনরায় ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানোর অনুমতি দেবে না।’ মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স চুক্তিটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবে তবে স্থানটিতে কোনও মার্কিন সেনা থাকবে না। বাইডেন বলেন , চুক্তিটি লেবাননকে একটি নতুন পথে যাত্রার সূচনা করবে এবং  উত্তেজনাপূর্ণ মধ্যপ্রাচ্যকে ব্যাপক শান্তির দিকে নিয়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, কাতার এবং ইসরাইল আগামী দিনে গাজায় যুদ্ধবিরতির জন্য আরো একটি চাপ সৃষ্টি করবে। ইসরাইলের উপর ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার পরে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ অব্যাহত ছিল।

বাইডেন  বলেন, ওয়াশিংটন  ইসরাইল ও  সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি দীর্ঘ প্রত্যাশিত চুক্তির জন্য চাপ দেবে।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বাইডেন ঘোষিত যুদ্ধবিরতিকে ‘ইসরাইলের জন্য ভালো, লেবাননের জন্য ভালো এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য ভালো’ বলে স্বাগত জানিয়েছেন। অস্টিন এক বিবৃতিতে বলেন, ‘এই কূটনৈতিক চুক্তিটি লেবানন এবং ইসরাইল উভয়ের হাজার হাজার বেসামরিক নাগরিককে সীমান্তের উভয় পাশে নিরাপদে তাদের বাড়ি ফিরে যেতে এবং এই সংঘাতের সহিংসতা ও ধ্বংসের অবসান ঘটাতে সক্ষম করে তুলবে।’
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।