• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:১২    ঢাকা সময়: ১৫:১২

নীরবে চলে গেলেন খ্যাতনামা অভিনেত্রী

  • বিনোদন       
  • ৩০ নভেম্বর, ২০২৪       
  • ৩০
  •       
  • ১৯:৩০:৪৫

দেশকন্ঠ অনলাইন : কিংবদন্তি মেক্সিকান অভিনেত্রী সিলভিয়া পিনাল আর নেই। ৯৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী। চলতি মাসের শুরুতে অভিনেত্রীর পরিবার জানায় মূত্রনালীর সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, মেক্সিকোর সংস্কৃতি সচিব, ক্লডিয়া কুরিয়েল ডি ইকাজা, পাশাপাশি অ্যাসোসিয়েশন ন্যাসিওনাল ডি ইন্টারপ্রেটস সোশ্যাল মিডিয়ায় পিনালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  

সাত দশক ধরে অভিনয় নিয়ে দর্শকের মন জয় করছিলেন পিনাল। সিনেমা প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ১৯৬০-এর দশকের তিনটি ক্লাসিক সিনেমার জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। এগুলো হলো, ভিরিডিয়ানা (১৯৬১), দ্য এক্সটারমিনেটিং অ্যাঞ্জেল (১৯৬২) এবং সাইমন অফ মরুভূমি (১৯৬৫)।

পিনাল ১৯৪০-এর দশকের শেষেরদিকে সেই সময়ের বিখ্যাত নির্মাতা রাফায়েল ব্যাঙ্কেলসের সঙ্গে কাজ করে থিয়েটারে তার সূচনা করেছিলেন। পরে এই নির্মাতাকেই বিয়ে করেন অভিনেত্রী। পিনালকে ১৯৫০ সালে প্রথমবারের মতো সিনেমা জগতে সাফল্যের দেখা পান।

ক্যারিয়ারে ১০০ টির বেশি কাজে অভিনয় করা পিনাল বেশিরভাগই মেক্সিকোতে কাজ করেছেন। যদিও তিনি হলিউডের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন যার মধ্যে রয়েছে গানস ফর সান সেবাস্টিয়ান (১৯৬৮), অ্যান্থনি কুইন এবং চার্লস ব্রনসন এবং স্যামুয়েল অভিনীত একটি অ্যাকশন ফিল্ম ফুলার্স শার্ক (১৯৬৯), বার্ট রেনল্ডস প্রভৃতি।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।