• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:০০    ঢাকা সময়: ১৩:০০

সিরিজ জিতে হোয়াইটওয়াশে চোঁখ বাংলাদেশের

দেশকণ্ঠ অনলাইন : বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ নিয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। পূরণ হয়েছে তা অনয়াসেই। দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত নিগার সুলতানা জ্যোতির দলের। এবার লক্ষ্য প্রতিপক্ষকে ধবলধোলাই করা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৩ রান। বিপরীতে ফারজানা হক পিংকির হাফসেঞ্চুরি ও নিগার সুলতানা জ্যোতির ৪০ রানের সুবাদে ৫ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এর আগে বাংলাদেশ ও আয়রল্যান্ডের মেয়েরা দুটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। কাকতালীয়ভাবে দুটি সিরিজই শেষ হয় ১-০ ব্যবধানে। আইরিশদের মাটিতে অনুষ্ঠিত দুই সিরিজে সমান একটি করে জয় দুই দলের।
 
এবার বাংলাদেশ প্রথমবার ঢাকার মাটিতে চলমান সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো। ফরম্যাটটিতে সিরিজের শেষ ম্যাচে ২ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের সুযোগ হয়ে আসে বাংলাদেশের মেয়েদের। বিপরীতে আইরিশদের জন্য সিরিজে সমতায় ফেরার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে তারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৩ রান তুলেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। শুরুটা অবশ্য ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ৯ ও ৩৫ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়েন সফরকারীরা। সারাহ ফোর্বস ১৩ ও অধিনায়ক গ্যাবি লুইস ২ রানে আউট হয়েছেন।
 
তবে তৃতীয় উইকেটে অ্যামি হান্টার ও ওরলা প্রোরগাস্টের দৃঢ়তায় ঘুরে দাঁড়ান অতিথিরা। ৯১ রানের জুটি গড়ে দলের ২০০ ছুঁই ছুঁই স্কোরে রেখেছেন অবদান। কিন্তু ৩৫তম ওভারে ওরলা প্রেন্ডারগাস্ট (৭২ বলে ৩৭ রান) সিঙ্গেল নিতে গিয়ে রাবেয়া খানের সরাসরি থ্রোয়ে রান আউট হলে ভাঙে জুটি। একই ওভারে পঞ্চম ডেলিভারিতে স্বর্ণা আক্তারের বলে এলবিডব্লিউ হয়ে ৮৮ বলে ৬৮ রান করা অ্যামি হান্টার বিদায় নেন। টানা দুই উইকেট হারিয়ে ব্যাটিং মোমেন্টাম হারান আইরিশরা। ৫ নম্বরে নামা লরা ডেলানি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে তাঁর ৫০ বলে ৩৩ রান করার পর ইনিংসের শেষ ওভারে ডাবল নিতে গিয়ে তিনি রান আউট হন।
 
ম্যাচের শেষ ওভারে ৩ নম্বর বলে উনা রেমন্ড-হোয়েও (২১*) মিড অনে ডাবল নিতে গিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন লরা ডেলানি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড সংগ্রহ করে ১৯৩ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনার সুলতানা খাতুন ছিলেন সবচেয়ে সফল। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার পান একটি করে উইকেট। ফিল্ডারদের অসাধারণ নৈপুণ্যে দুটি রান আউট এনে দেয় গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু। এবার আইরিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
দেশকণ্ঠ/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।