• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৪:১০    ঢাকা সময়: ০০:১০

মেয়ের জন্মদিনে এক হলেন অভিষেক-ঐশ্বরিয়া

  • বিনোদন       
  • ০১ ডিসেম্বর, ২০২৪       
  • ৩০
  •       
  • ২২:১৭:৪৮

দেশকন্ঠ অনলাইন : বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। অনেকদিন ধরেই তাদের আলাদা হয়ে যাওয়ার খবরে ভারতীয় গণমাধ্যম সয়লাব। তবে সে গুঞ্জনের মধ্যেই হঠাৎ একসঙ্গে দেখা গেল তাদের।

সম্প্রতি মেয়ে আরাধ্যর ১৩তম জন্মদিনের পার্টিতে অভিষেক এবং ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা যায়। সে পার্টির বেশকিছু ভিডিও এখন সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল!

জানা যায়, গত ১৬ নভেম্বর ছিল আরাধ্যর জন্মদিন। সে উপলক্ষ্যে এক জমকালো পার্টির আয়োজন করা হয়। সেখানে ঝলমলে পোশাকে দেখা যায় আরাধ্যকে।

আর মেয়ের জন্মদিনে নিজেদের সব বিভেদ ভুলে একাট্টা হন অভিষেক-ঐশ্বরিয়া।

আরাধ্য’র জন্মদিনের পার্টি আয়োজনের পেছনে ছিল প্লেটাইম ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা মেলে অভিষেক এবং ঐশ্বরিয়ার।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।