• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৯:৫২    ঢাকা সময়: ০৫:৫২

মোংলা ইপিজেডে ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বাণিজ্য       
  • ০২ ডিসেম্বর, ২০২৪       
  • ২০
  •       
  • ১৯:০০:৫৪

দেশকন্ঠ অনলাইন : চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ বাওরুই টেক্সটাইল কোম্পানি লিমিটেড ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে মোংলা ইপিজেডে একটি কম্পোজিট টেক্সটাইল তৈরির কারখানা স্থাপন করবে। আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) প্রতিষ্ঠানটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমনের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং বাংলাদেশ বাউরুই টেক্সটাইল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. হুয়াং হুয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চীনা কোম্পানিটি বছরে ১ কোটি এলবিএস সুতা, ৬০ লাখ এলবিএস নীট ফেব্রিক এবং ১০ লাখ পিছ পোশাক তৈরি করার করার পরিকল্পনা করেছে , যার ফলে ১ হাজার ৫০৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মোংলা ইপিজেডকে তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য বাংলাদেশ বাওরুই টেক্সটাইলকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিতে  বেপজার অঙ্গীকার তুলে ধরেন। তিনি ফার্মাসিউটিক্যালস, সোলার প্যানেল এবং ম্যান-মেইড ফাইবারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য বাওরুই টেক্সটাইলসহ অন্যান্য চীনা বিনিয়োগকারীদের আহবান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।