• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৯:৫৯    ঢাকা সময়: ০৫:৫৯

রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ

  • বাণিজ্য       
  • ০৪ ডিসেম্বর, ২০২৪       
  • ২৩
  •       
  • ২১:২১:২৮

দেশকন্ঠ অনলাইন :  গত নভেম্বর মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার। বুধবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এ তথ্য জানান।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) থেকে জানা গেছে, চলতি বছরের নভেম্বরে বেড়েছে দেশের রপ্তানি। প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। আর ২০২৩ সালের নভেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৫৬ কোটি ২৯ লাখ ডলার।
 
আরও জানা গেছে, নভেম্বর মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় ১৬ দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ কোটি ৬১ লাখ ডলারে। যা গত বছরের একই সময়ে ছিল ২৮৪ কোটি ৪০ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৭৩ কোটি ৮২ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা ১২ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এ ছাড়া  ১৫৬ কোটি ৭৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২০ দশমিক ২৮ শতাংশ।
 
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের নভেম্বরে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে হোম টেক্সটাইল ও কৃষিখাতের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ২০ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ১৯ লাখ ডলারে। কৃষিপণ্যের রফতানি আয় ১৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১০ কোটি ৯৯ লাখ ডলারে দাঁড়িয়েছে।
 
তবে কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি। নভেম্বরে চামড়া ও চামড়াজাত পণ্য শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ কোটি ৪১ লাখ ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৯ কোটি ৪৪ লাখ ডলার।
 
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ১৯ হাজার ৯০৬ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।