• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৩:২৭    ঢাকা সময়: ২৩:২৭

প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি ও উদ্ভাবন দক্ষতা অর্জিত হবে

  • শিক্ষা       
  • ০৫ ডিসেম্বর, ২০২৪       
  • ৫৬
  •       
  • ২১:০৩:০৫

দেশকন্ঠ অনলাইন :  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান যুগ ডিজিটাল প্রযুক্তির যুগ। মানুষের দৈনন্দিন জীবনে প্রযুক্তি নিত্য প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষতা উন্নয়নের বিষয়গুলো বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিখতে পারবেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও ডিজিটাল স্কিলস বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি বুধবার বেরোবি’র ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় অনুষ্ঠিত ‘এক্টিভেশন প্রোগ্রাম ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক পরিচালিত এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের অধীনে বেরোবি সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি)’র তত্ত্বাবধানে উক্ত কর্মশালা আয়োজন করা হয়।

বেরোবি’র সিডিটি পরিচালক প্রফেসর ড. মো. মিজানুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, ইডিজিই প্রজেক্ট ম্যানেজার ড. মো. মাজহারুল হক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুরের রিজিওনাল ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম এবং ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট হিসেবে নার্ড ক্যাসেল লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও জহিরুল আলম তাইমুন।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।