• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:৫৯    ঢাকা সময়: ১১:৫৯

এশিয়ান কাপ বাছাইপর্বে একই গ্রুপে লড়বে বাংলাদেশ ভারত

  • ক্রীড়া       
  • ০৯ ডিসেম্বর, ২০২৪       
  • ১৬
  •       
  • ১৯:৩৮:০১

দেশকন্ঠ অনলাইন : এএফসি এশিয়ান কাপ ২০২৭’র বাছাইপর্বে গ্রুপ-সি’তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। আজ এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া কাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

ড্র অনুযায়ী ২৪টি দল ছয় গ্রুপে বিভক্ত হয়ে বাছাইয়ে অংশ নিবে।

এশিয়ান কাপ বাছাইপর্বে ম্যাচগুলো আগামী বছর মার্চে হোম ও এ্যাওয়ে ভিত্তিতে দুই লেগে অনুষ্ঠিত হবে। ছয়টি গ্রুপের শীর্ষ ছয়টি দল ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপে অংশ নেবার যোগ্যতা অর্জন করবে।

এ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন কাতার ও স্বাগতিক সৌদি আরবসহ ১৮টি দল চূড়ান্ত পর্বের টিকেট পেয়েছে।

১২৭তম অবস্থানে থাকা ভারতই বাছাইপর্বের সি- গ্রুপে সর্বোচ্চ র‌্যাঙ্কিং দল। এরপরের অবস্থানে রয়েছে যথাক্রমে হংকং (১৫৬তম), সিঙ্গাপুর (১৬১তম) ও বাংলাদেশ (১৮৫তম)।

গ্রুপ-সি সূচী :
২৫ মার্চ, ২০২৫ : ভারত বনাম বাংলাদেশ, সিঙ্গাপুর বনাম হংকং
১০ জুন, ২০২৫ : বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, হংকং বনাম ভারত
৯ অক্টোবর, ২০২৫ : বাংলাদেশ বনাম হংকং, সিঙ্গাপুর বনাম ভারত
১৪ অক্টোবর, ২০২৫ : হংকং বনাম বাংলাদেশ, ভারত বনাম সিঙ্গাপুর
১৮ নভেম্বর, ২০২৫ : বাংলাদেশ বনাম ভারত, হংকং বনাম সিঙ্গাপুর
৩১ মার্চ, ২০২৬ : ভারত বনাম হংকং, সিঙ্গাপুর বনাম বাংলাদেশ
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।