• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:৫৪    ঢাকা সময়: ১১:৫৪

এআইআইবি’র সাথে ঋণ চুক্তি স্বাক্ষর করেছে সরকার

  • বাণিজ্য       
  • ১৫ ডিসেম্বর, ২০২৪       
  •       
  • ২০:০৯:১৮

দেশকন্ঠ অনলাইন : সরকার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর সাথে ‘সাউদার্ন চট্টগ্রাম এন্ড কালিয়াকৈর ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়নের জন্য ১০৯.৭৮ মিলিয়ন মার্কিন ডলার, ২৯.৪২ মিলিয়ন ইউরো এবং ১৩২.৪৯ মিলিয়ন আরএমবি মুদ্রায় ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।

গত ১০ ডিসেম্বর বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং এআইআইবি’র পক্ষে বিনিয়োগ ক্লায়েন্ট অঞ্চল-১ এবং আর্থিক প্রতিষ্ঠান এবং তহবিল, গ্লোবাল (ভিপি আইসি-১) এর ভারপ্রাপ্ত ভাইস-প্রেসিডেন্ট রজত মিশ্র ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রকল্প চুক্তিটি বাস্তবায়নকারী সংস্থার পক্ষে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এস.এম জাফরুল হাসান স্বাক্ষর করেন।

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম এবং কালিয়াকৈর অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কের সক্ষমতা উন্নত করা। এআইআইবি হতে গৃহীত এ ঋণ সাত বছরের গ্রেস পিরিয়ডসহ ৩২ বছরে পরিশোধযোগ্য।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।