• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:১৫    ঢাকা সময়: ১৫:১৫

বিপিএলে কানাডিয়ান মডেল

  • ক্রীড়া       
  • ১৫ ডিসেম্বর, ২০২৪       
  •       
  • ২০:৩৮:২১

দেশকন্ঠ অনলাইন : বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেরে আকর্ষণীয়তা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কিংস। ফ্র্যাঞ্চিইজি লিগটির তাদের দলে ভিড়িয়েছে আন্তর্জাতিক এক সঞ্চালককে। এবার অফিসিয়াল হোস্ট হিসেবে চুক্তি করেছে কানাডিয়ান মডেল, ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরের সঙ্গে।

শনিবার চট্টগ্রাম কিংস তাদের ফেসবুক পেজে ইয়েশার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়েশা এর আগে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় কাজ করেছেন এবং ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করেন। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল। ফলে তার সঙ্গে চুক্তি রয়েছে খাদ্য ও পুষ্টিজনিত বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। এ ছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়েশার।

এর আগে চট্টগ্রাম কিংস আসন্ন আসরের জন্য ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করে। এছাড়া সাকিব আল হাসান, মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথুসদের মতো তারকাদের যুক্ত করেছে। ৩০ ডিসেম্বর বিপিএলের পর্দা উঠবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।