• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০২:৪৫    ঢাকা সময়: ১২:৪৫

বিস্ফোরণে রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত

দেশকন্ঠ অনলাইন : আজ মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে এক বিস্ফোরনে সেদেশের  উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক এবং বিকিরন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইগর কিরিলোভ তার ডেপুটিসহ দক্ষিন-পূর্ব মস্কোর ঐ বিস্ফোরনে নিহত হন। সকালে যখন তারা একটি বিল্ডিং থেকে বের হয়ে আসছিলেন। বাড়িটির প্রবেশদ্বারের পাশে একটি স্কুটারে বিস্ফোরক ডিভাইস রাখা ছিল। রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, ওই ডিভাইসে সকালে মস্কোর রাইয়াজান্সকি এভিনিউয়ে বিস্ফোরনটি ঘটানো হয়। বিস্ফোরনে বাড়িটির কয়েকটা জানালা ভেঙ্গে যায়, প্রবেশদ্বার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কিরিলোব  ২০১৭ সাল থেকে রাশিয়ার  রাসায়নিক, জৈবিক এবং বিকিরন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলেন। গত অক্টোবরে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বলে, তার উপর বৃটেন নিষেধাজ্ঞা জারী করে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।