দেশকন্ঠ অনলাইন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামি ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শিক্ষক সমিতির নির্বাচন রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম। ছাত্র সংসদ (জাকসু) এর নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পর পর দুইটি পোস্টে তিনি এ ঘোষণা দেন। এ ঘোষণার পর আরেকটি ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন।
ফেসবুকের প্রথম পোস্টে তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘আগামীকালের জাবি শিক্ষক সমিতির নির্বাচন রুখে দাও। আগে জাকসু পরে বাকিসব।’
অপর পোস্টে বলেন, ‘আগামীকাল শিক্ষক সমিতির নির্বাচন। বিগত আমলগুলোতে সবচেয়ে বড় স্টেকহোল্ডার ছাত্র প্রতিনিধিত্ব তৈরি না করেই অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এবার আর তা হবেনা। ছাত্র সংসদ (জাকসু) এর নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবেনা। আগে জাকসু পরে বাকিসব। কেউ শিক্ষার্থীদের মতের বাইরে গিয়ে জোরপূর্বক কিছু করতে চাইলে ফলাফল ভালো হবেনা।’
অপরদিকে এমন ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন লিখেন, ‘জাবি শিক্ষক সমিতি জাকসু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে কয়েক দফা দাবি জানিয়েছে। আমরা বাংলাদেশের একমাত্র শিক্ষক সমিতি যারা বিভিন্ন ভাবে আন্দোলনের সাথে ছিলাম। তাছাড়াও, ইতোমধ্যে শিক্ষক সমিতির ১৫ টি পদের মধ্যে ১৪ জন নির্বাচিত হয়েছেন। শুধু একটি পদের নির্বাচন কাল। অধিকন্তু, এই নির্বাচনে প্রশাসনের কোন ধরনের অংশগ্রহণ বা ইনভলবমেন্ট নাই, পুরোপুরি শিক্ষকদের বিষয়। তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ককে ঝুঁকিতে না ফেলে বরং শিক্ষক-শিক্ষার্থী মিলে জাকসু নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তুলি। আগামী কাল নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে শিক্ষার্থী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।’
দেশকন্ঠ/এআর