দেশকন্ঠ অনলাইন : মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা সম্ভব নয়। এ কারণে আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে তিনি এই মন্তব্য করেন।
তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, তারা গড়িমসি করে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাইলে কেউ শান্তিতে থাকতে পারবে না।
ব্যাংককে মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তৌহিদ হোসেন জানান, ওই বৈঠকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যার সমাধান না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।
এসময় ভারত, চীন, আমেরিকার সাথে ভালো সম্পর্কে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আর্থিকভাবে এগোতে এসব দেশের সাথে সম্পর্ক রাখা জরুরি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতায় যাওয়ার প্রতি প্রবণতা সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, দলগুলো অনেক সময় তাদের মূলনীতি থেকে সরে আসে, এবং জনগণের দায়িত্ব হলো তাদের সঠিক পথে পরিচালনা করা। সবসময় বলা হয়, 'দলের চেয়ে দেশ বড়', কিন্তু বাস্তবে অনেক সময় তার উল্টো চিত্র দেখা যায়।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।