• রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:২৬    ঢাকা সময়: ১৫:২৬

সুনামগঞ্জে ১৬টি গরুসহ ভারতীয় মালামাল জব্দ

দেশকন্ঠ  অনলাইন : জেলার বিভিন্ন সীমান্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, চিনি, কয়লা শুটকি, কমলা, মদ, বিয়ার প্রভৃতি জিনিসপত্র জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি’র সদস্যরা। রোববার দিবাগত রাত হতে আজ সোমবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করে বিজিবি। সোমবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ ২৮-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বাংলাদেশের আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরে মালিকবিহীন ভারতীয় ১৬টি গরু, ৯৫ কেজি চিনি, একহাজার কেজি কয়লা,  ৩২০ কেজি শুটকি, ৪৪০ কেজি কমলা, ৪৩ বোতল মদ, ৬ বোতল বিয়ার, ২৭০ কেজি বাংলাদেশি সুপারি এবং ১৭০ ঘনফুট বালুভর্তি এক গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুও মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ৪১ হাজার টাকা। জব্দকৃত গরুসহ জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।