• বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২০:৩৫    ঢাকা সময়: ০৬:৩৫

স্বস্তিকার লড়াই চলছে

  • বিনোদন       
  • ৩০ ডিসেম্বর, ২০২৪       
  •       
  • ২২:১৩:০৩

দেশকন্ঠ  অনলাইন : বহু আগেই নিজেকে প্রমাণ করেছেন স্বস্তিকা মুখার্জি। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্বেরও বহু অনুরাগী রয়েছেন। ২৪ বছরের অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও এখনও অডিশন দেন অভিনেত্রী। তা নিয়ে কোনও রাখঢাকও নেই তার। গর্ব করে নিজেই জানালেন অডিশন দেয়ার কথা।

স্বস্তিকা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‌‘২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজের প্রসাধনী করা শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।’

টলিপাড়ার পাশাপাশি মুম্বাইয়ে একের পর এক কাজ করেছেন স্বস্তিকা। এই অডিশনও মুম্বাইয়ে কোনও কাজের জন্যই। অভিনেত্রীর কথায়, ‘এই শহর মাটিতে পা রাখতে শেখায়। প্রত্যেক অভিনেতাকে তাদের ফাঁপা অহঙ্কার (ইগো) ছেড়ে আসতে হয় ভাল কাজ ও চরিত্রে সুযোগ পাওয়ার জন্য। সেই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পরে উজ্জ্বল তারার মতো চমকায়।”

নিজের বিষয়ে স্বস্তিকা বলেন, “মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গিয়েছে। আমার অভিধানের প্রিয় শব্দ অধ্যবসায়।” স্বস্তিকাকে শেষ দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘টেক্কা’-তে।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।