দেশকন্ঠ অনলাইন : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি গুলশানের চেয়ারপার্সনের বাসভবনে উপস্থিত হয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী। মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর তাদের স্বাগত জানান।সেনাপ্রধান ও তার সহধর্মিণী প্রায় ৪০ মিনিট খালেদা জিয়ার বাসভবনে অবস্থান করেন।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।