• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৩:৪৫    ঢাকা সময়: ২৩:৪৫

প্রথমবার অস্কারে সেরার তালিকায় বাংলা সিনেমা ‘পুতুল’

  • বিনোদন       
  • ০৮ জানুয়ারি, ২০২৫       
  •       
  • ২২:১১:০১

দেশকন্ঠ   অনলাইন : বছরের শুরুতে ফের দারুণ খবর বাঙালির জন্য। অস্কারের দৌড়ে সামিল হল প্রথম বাংলা ছবি। অ্যাকাডেমির তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে সেরা ছবি বিভাগের মনোয়ন। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'পুতুল'।  

চলতি বছর ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মোট ৩২৩টি সিনেমাকে মনোনায়নের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সেরা ফিল্ম বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ৭টি ভারতীয় সিনেমা। এই তালিকার মধ্যে রয়েছে একটি বাংলা সিনেমাও। সেটি হলো ‘পুতুল’। এই ছবির হাত ধরে প্রথমবারের মতো অস্কারের সেরা সিনেমার তালিকায় নাম উঠলো বাংলা সিনেমার।

এ ছাড়া ভারতীয় বাকি ৬টি সিনেমাহগুলো হলো— ‘কঙ্গুয়া’, আদুজীবিথম (দ্য গোয়াট লাইফ), ‘সন্তোষ’, ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’, ‘অল উই ইমেজ অ্যাজ লাইট’, এবং ‘গার্লস উইল বি গার্লস’।

সিনেমাটি নির্মাণ করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যা। প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমা অস্কারের সেরা ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য নির্বাচিত হয়েছে। এতে অভিনয় করেছেন, মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। সিনেমায় সুর-সংগীত পরিচালনা করেছেন সায়ন গঙ্গোপাধ্যায়। এর সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।