• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৬:৪৯    ঢাকা সময়: ০২:৪৯

শুটিং সেটে প্রেম অবশেষে বিয়ে করলেন শ্বেতা-রুবেল

  • বিনোদন       
  • ২০ জানুয়ারি, ২০২৫       
  • ১৫২
  •       
  • ০০:০৯:১৯

দেশকন্ঠ  অনলাইন : অনেক তারকাদের প্রেমের সূত্রপাত হয় শুটিং সেট থেকেই। এরপর কিছু সম্পর্ক ভেঙে যায় আর কয়েকটি সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। এমনই এক জুটি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। তাদের দুজনকে বর-কনের বেশে একসঙ্গে দেখেছে দর্শক। তবে এবার শুটিং সেটে নয় বাস্তবে বিয়ে করলেন জনপ্রিয় এই জুটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল তাদের বিয়ের ছবি। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, রোববার (১৯ জানুয়ারি) বিয়ে করেছেন শ্বেতা ও রুবেল। সন্ধ্যা ৭টায় ছিল তাদের বিয়ের লগ্ন। বিয়ে হয়েছে বৈদিক মতে। এ সময় পরিবারের সদস্যদের সং এউপ্সথিত ছিলেন তাদের কাছের বন্ধুরা।

জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেটে প্রথম আলাপ শ্বেতা ভট্টাচার্য এবং দাসের। সেই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন দুজনে। কিন্তু ধারাবাহিকে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে পরস্পরকে মন দিয়ে ফেলেছেন। সেটা অনেক দিন পর্যন্ত আড়ালেই রেখেছিলেন রুবেল-শ্বেতা। শুরুর দিকে প্রেমের কথা প্রকাশ্যে আনেননি দুজনের কেউই। তবে ইন্ডাস্ট্রিতে প্রেমের খবর যে চাপা থাকে না। শ্বেতা এবং রুবেল মুখে কিছু না বললেও, অনুমান যে ভুল নয় তা প্রমাণ হয়ে যায় কয়েক মাস পরেই।

গত বছর মাঝামাঝি সময় থেকেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল। কিন্তু বিয়ের তারিখ নিয়ে দুজনের মুখ খোলেননি কেউই। তবে সমস্ত গুঞ্জনে জল ঢেলে বিয়ে করলেন তারা।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।