• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:১৬    ঢাকা সময়: ২৩:১৬

খৈকড়া প্রিমিয়ার ক্রিকেট

দেশকণ্ঠ অনলাইন প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার খৈকড়া গ্রামের উত্তরণ সমাজ কল্যান সংসদের আয়োজনে খৈকড়া প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হয়েছে। খৈকড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।
 
এবারের আসরে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণ সমাজ কল্যাণ সংসদের  সভাপতি শফিকুল ইসলাম আখন্দ, সাধারণ সম্পাদক সুমন আখন্দ, ক্রীড়া সম্পাদক সৈকত আখন্দ শাকিল, সহ-ক্রীড়া সম্পাদক নাসিম আখন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন সাদেক আখন্দ, শরীফ আখন্দ, আয়ান রহমান আখন্দ, তারিকুল আখন্দ, হৃদয় আখন্দ, রায়হান, আমিনুল ইসলাম, শুভ, মেহেদী ও অনিক ভূঁইয়া। 
 
উদ্বোধনী ম্যাচে খৈকড়া একাদশ ২০ রানের হারিয়েছে জিন্দা একাদশকে। শুরুতে ব্যাট করতে নেমে ১৬১ রান করে খৈকড়া। জবাবে ১৪১ রানে থেমে যায় জিন্দার ইনিংস। ২০ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টের খেলা শেষ হবে ১৫ ফেব্রয়াারি। এবারের আসরে অংশ নেওয়া দলগুলো হচ্ছে, জিন্দা একাদশ, নরুন ৯ নং ওয়ার্ড, খৈকড়া একাদশ, সাতানিপাড়া একাদশ, দুর্বাটি একাদশ, দাউদপুর একাদশ, কনফিডেন্স একাদশ, সেভেনস্টার স্পোর্টিং ক্লাব, বক্তারপুর একাদশ, তুমিলিয়া একাদশ, কালনী একাদশ, বোয়ালি একাদশ, নাওয়ান একাদশ, নরুন ৮ নং ওয়ার্ড, পুবাইল একাদশ ও ভাটিরা একাদশ।
২৪ঘণ্টা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।