• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৬:৪৭    ঢাকা সময়: ০২:৪৭

কপিল শর্মার নায়িকা হয়ে বলিউডে এলেন নিম্রত কৌর

  • বিনোদন       
  • ২৭ জানুয়ারি, ২০২৫       
  • ১১০
  •       
  • ২২:৫১:৫৩

দেশকন্ঠ  অনলাইন : বলিউডে পাঞ্জাবি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে নিম্রত কৌর আহলুওয়ালিয়ার। এখন শোনা যাচ্ছে তিনি বলিউডে পা রাখতে যাচ্ছেন। আর তার অভিষেক হবে সুপারহিট উপস্থাপক ও অভিনেতা কপিল শর্মার নায়িকা হয়ে।

ব্লকবাস্টার কমেডি ‘কিস কিস কো পেয়ার কারো’ ছবির সিক্যুয়েলে জুট হয়ে কাজ করবেন নিম্রত ও কপিল।

এক সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানায়, ‘নিকমিত কৌর আহলুওয়ালিয়া ‘‘কিস কিস কো পেয়ার কারো ২’ ছবির কাস্টে যোগ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে তার নাম ছবিটির জন্য শক্তিশালীভাবেই উচ্চারিত হচ্ছে।

নিম্রতের জনপ্রিয়তা এবং আর্কষণীয় সৌন্দর্য-ফিগারের কারণে তাকেই যোগ্য হিসেবে ভাবছেন কপিল শর্মাও। তবে বলিউড হাঙ্গামা বলছে, এখনও ছবিটির ব্যাপারে আনুষ্ঠানিক কিছু ঘোষণা হয়নি। শিগগিরই বিস্তারিত জানানো হবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।