• সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৬:৪৬    ঢাকা সময়: ০২:৪৬
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক

সু-নাগরিকদের জন্য কোন বিপদের আশঙ্কা নেই

দেশকণ্ঠ প্রতিনিধি, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পুরনো সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির বর্ণিল অভিষেক অনুষ্ঠান হয়েছে ৩১ জানুয়ারি। এদিন সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের গুলশান প্যালেস পার্টি হলে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রেসক্লাব পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবী, কবি, লেখক, সংস্কৃতি এবং সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক বালাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ মেয়াদে নব-নির্বাচিত কমিটির অভিষেক ছাড়াও আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় কন্ঠ শিল্পী চন্দন চৌধুরী, লিনি সাবরিন, নাজু আখন্দ, কৃষ্ণা তিথি, অনিক রাজ সঙ্গীত পরিবেশন করেন। ফারাহ হাসিন ও দর্পণ কবীরের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট- এর কনসাল জেনারেল নাজমুল হুদা এবং আজকাল পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ।
 
 
বক্তারা যুক্তরাষ্ট্রের চলমান পরিস্থিতিতে প্রবাসীদের সতর্ক ও সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, মিডিয়ায় যেন যথাযথ তথ্যের খবর প্রকাশিত হয়। অভিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এমস সংবাদ প্রকাশে যেন মিডিয়াগুলো দায়িত্বশীল ভূমিকা রাখে। তারা আরো বলেন, যুক্তরাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত। আইন লংঘন করে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে না যে কোন সংস্থা। তবে অভিবাসীরা আইন লংঘন বা কোন অপরাধ যেন না করেন, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সু-নাগরিকদের জন্য কোন বিপদের আশঙ্কা নেই।  
 
অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির নেতৃবৃন্দ ও প্রধান অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, এটর্নী মঈন চৌধুরী, উৎসব গ্রুপের সিইও রায়হান জামান, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন,  আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ সাঈদ, সাবেক সভাপতি ও দেশকন্ঠের সম্পাদক দর্পণ কবীর, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক মঞ্জু, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলা চ্যানেল-এর সিইও এবং রূপসী বাংলা সম্পাদক শাহ জে চৌধুরী প্রমুখ।
 
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সদস্য প্রয়াত এ. হাই স্বপনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে ফটোসেশনে অংশ নেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি কওে ছোট্ট শিশু পর্ণা উত্তম সাহা, ভাষা সাহা এবং বায়োলিন পরিবেশন করেন প্রজ্ঞা উত্তম সাহা। এরপর সঙ্গীত পরিবেশন করেন অনীক রাজ, লিনি সাবরিন, কৃষ্ণা তিথি, নাজু আকন্দ ও চন্দন চৌধুরী।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।