• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৩১    ঢাকা সময়: ২৩:৩১

পঞ্চগড়ে শেষ হলো শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

  • ক্রীড়া       
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫       
  • ৭৬
  •       
  • --

দেশকন্ঠ  অনলাইন : পঞ্চগড়ে জেলা পর্যায়ে তিনদিন ব্যাপী ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। বাংলাদেশ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস।  আজ বিকেলে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার সমপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী, তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, আটোয়ারী উপজেলার একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীবৃন্দ।

প্রতিযোগিতায় ৪৬টি একক ও ৬টি দলগত ইভেন্টে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের খেলায় প্রথম স্থান অধিকারীরা রংপুরে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।