• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:১৬    ঢাকা সময়: ২৩:১৬

বেনারসিতে নজরকাড়া জয়া

  • বিনোদন       
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫       
  • ৮১
  •       
  • --

দেশকন্ঠ অনলাইন : মডেল-অভিনেত্রী জয়া আহসান। গ্ল্যামার ও অভিনয় গুণে অনেক আগেই দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সেরা অভিনেত্রী হিসেবে পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওপার বাংলাতেও রয়েছে জয়ার সুখ্যাতি। সেখানেও পেয়েছেন সম্মাননা। স্যোশাল মিডিয়াতে সরব জয়া নিয়মিত ছবি পোস্ট করে চমকে দেন নেটিজেনদের। সম্প্রতি বেনারসি শাড়িতে ধরা দিয়েছেন জয়া। যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন জয়া। তাতে দেখা যায়, নদীর ঘাটে দাঁড়ানো অভিনেত্রী জয়া আহসান। সিঁড়িতে আবির ফেলা। অন্য ছবিতে নদীর জলে পা ডুবাতেও দেখা যায় জয়াকে। ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখ, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।”

জয়াকে এমন লুকে দেখে নেটিজেনরা নানা ধরেনের মন্তব্য করছেন। একজন লেখেন, “দিন যত যাচ্ছে, বয়স কমছে জয়ার।” আরেকজন লিখেছেন, “শুভ সকাল ১৩ বছরের যুবতী আপা।” বিস্ময় প্রকাশ করে অন্য একজন লেখেন, “সেই ছোটবেলা থেকে দেখছি, একইরকমের আছেন জয়া আহসান।” নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা। সম্প্রতি সেখানে যোগ দিতে উড়ে গিয়েছেন এই অভিনেত্রী।
দেশকন্ঠ/এআর 
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।