• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৩:১৩    ঢাকা সময়: ২৩:১৩

নিজ বাড়িতে হামলার শিকার দিতিকন্যা লামিয়া

  • বিনোদন       
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫       
  • ৬২
  •       
  • --

দেশকন্ঠ  অনলাইন : নিজ বাড়িতে হামলার শিকার হলেন ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত নিজ বাড়িতে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দিতিকন্যা।এ সময় হামলাকারীরা দিতিকন্যা লামিয়ার গাড়ি ভাঙচুর করেছে। হামলায় পায়ে আঘাত পেয়েছেন। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে সবার কাছে সাহায্য চাইতে দেখা গেছে তারকাকন্যাকে। জানা গেছে, জমিজমা সংক্রান্ত ব্যাপারে লামিয়ার ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। প্রায় ৩০-৪০ জন তার বাড়িতে অবস্থান নিয়েছিল। এ ব্যাপারে তিনি জানান, জমি দখলের চেষ্টায় তার ওপর হামলা করা হয়েছে। এতে তার পা ভেঙে গেছে। কোনোরকম প্রাণে বেঁচে ঢাকায় ফিরেছেন দিতিকন্যা।

হামলার ঘটনার পরপরই ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন লামিয়া। একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।’ অন্য একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নেই?’তবে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের কারও নাম ও পরিচয় জানাননি তারকাকন্যা লামিয়া। এমনকি এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা, সেটিও জানাননি তিনি।
দেশকন্ঠ/এআর 
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।