• রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:২৪    ঢাকা সময়: ০৩:২৪

আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণে অনলাইন আমদানি-রপ্তানি হাব চালু করেছে এনবিআর

  • বাণিজ্য       
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫       
  •       
  • ২২:৫৩:৫১

দেশকন্ঠ অনলাইন : আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করতে একক প্ল্যাটফর্ম থেকে কাস্টমস সম্পর্কিত তথ্য প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইন আমদানি-রপ্তানি হাব চালু করেছে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এ পোর্টালটি উদ্বোধন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে আমদানি-রপ্তানি ব্যবসাকে আরো সহজ ও ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সিস্টেমটির উদ্বোধন করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খানের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ’র (বেজা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় প্রধান অতিথি লাইসেন্সপ্রাপ্ত ৯টি প্রতিষ্ঠানকে ‘এইও’ ক্রেস্ট বিতরণ করেন। এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়-‘এইও’ প্রতিষ্ঠানগুলো অটোমেটেড পদ্ধতিতে আমদানিকৃত পণ্য অতিদ্রুত খালাসে এবং রপ্তানি  পণ্যের শুল্কায়নে বিশেষ সুবিধা পাবেন।এখন থেকে ‘এইও’ লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ২০ শতাংশ পণ্যের চালান স্বয়ংক্রিয়ভাবে নিজেরাই শুল্কায়ন করতে পারবে। এক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষের কোনরুপ হস্তক্ষেপ ছাড়াই ‘এইও’ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো  (সেল্ফ আ্যাসেসমেন্ট) এর মাধ্যমে শুল্ক-করাদি পরিশোধ করে সরাসরি জাহাজ থেকে আমদানিকৃত পণ্য নিজেদের গুদামে নিতে পারবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনবিআর  সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) কাজী মোস্তাফিজুর রহমান। ‘এইও’ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এবং ফেডারেশন অব ইন্টারন্যাশনাল চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ’র সাবেক সভাপতি রূপালী হক চৌধুরী।

এছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং এবং বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্ট’র প্রধান মাইকেল জে. পার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।অনুষ্ঠানের প্রধান অতিথি চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এইও’র  সনদ প্রদান এবং তা কার্যকর করার মাধ্যমে বাংলাদেশে ট্রেড ফেসিলিটেশনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।এইও’র যথাযথ প্রয়োগের মাধ্যমে কমপ্লায়েন্ট আমদানি ও রপ্তানিকারকগণ সময় ও খরচ কমানোর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।