• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৩৬    ঢাকা সময়: ২৩:৩৬

ঈশানের মেইডেন সেঞ্চুরিতে হায়দরাবাদের দুর্দান্ত জয়

  • ক্রীড়া       
  • ২৩ মার্চ, ২০২৫       
  • ৩০
  •       
  • --

দেশকন্ঠ অনলাইন : আইপিএল ২০২৪ আসর যেভাবে শেষ করেছিল, ২০২৫ আসরও ঠিক সেভাবেই শুরু করলো সানরাইজার্স হয়দরাবাদ। আজ রোববার (২৩ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪৪ রানের দারুণ এক জয় পেয়েছে। গেল আসরে হায়দরাবাদ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিল। এবার দলে ঈশান কিশানের সংযোজন সেই শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। ঈশান মাত্র ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি দেখিয়ে দিয়েছেন, কেন তাকে দলে আনা হয়েছে।

অনেকেই আজ ভেবেছিলেন, তারা কি প্রথম দল হিসেবে আইপিএলে ৩০০ রান করতে পারবে? হায়দরাবাদের হয়ে অভিষেক ম্যাচে ঈশান মাত্র ৪৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ঝড় তোলেন। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী শুরুর পর ঈশানের অতিমানবীয় ইনিংসে তারা ৩০০’র ঘর ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে যায়। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে হায়দরাবাদ থামে ২৮৬ রানে, যা গত আসরের তাদেরই করা সর্বোচ্চ রেকর্ডের মাত্র ১ রান কম। তবে এতেই বোঝা গেল, এবারও তারা বিধ্বংসী ব্যাটিং স্টাইলে রাজত্ব করতে প্রস্তুত।

ম্যাচের শুরুতে হেড ও অভিষেক পাওয়ার প্লেতে মাত্র ছয় ওভারেই ৯৪ রান তুলে চমক দেখান, যা আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর। এরপর ঈশান যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন। ইশানের ১১ চার ও ৬ ছক্কায় করা ১০৬*, হেডের ৯ চার ও ৩ ছক্কায় করা ৬৭, হেনরিখ ক্লাসেনের ১৪ বলে ৫ চার ও ১ ছক্কায় করা ৩৪ ও নিতিশ কুমার রেড্ডির করা ১৫ বলের ৩০ রানে ভর করে ২৮৬ পর্যন্ত যায় হায়দরাবাদ।বল হাতে রাজস্থানের তুষার দেশপান্ডে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। মাহিশ থিকশানা ৪ ওভারে ৫২ রান দিয়ে নেন ২টি উইকেট। আর জোফরা আর্চার ৪ ওভারে ৭৬ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

রাজস্থান রয়্যালস চ্যালেঞ্জটা ভালোভাবেই নিয়েছিল। অধিনায়ক সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল হাফ-সেঞ্চুরি করে লড়াই জমিয়ে দেন। একমাত্র বিদেশি ব্যাটার শিমরন হেটমায়ারের শেষ মুহূর্তের ঝড়েও ম্যাচের উত্তেজনা বাড়ে। পুরো ম্যাচে মোট ৫২৮ রান হয়, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে বিশাল লক্ষ্য তাড়া করাটা শেষ পর্যন্ত অসম্ভবই ছিল।

শেষ পর্যন্ত রাজস্থান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানে গিয়ে থামে। হার মানে ৪৪ রানে। রাজস্থানের ধ্রুব ৫টি চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন। স্যামসন ৭ চার ও ৪ ছক্কায় করেন ৬৬ রান। এছাড়া হেটমায়ার ১ চার ও ৪ ছক্কায় ৪২ ও শুভম দুবে ১১ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন। বল হাতে হায়দরাবাদের হার্শাল প্যাটেল ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন। শিমারজিত সিং ৩ ওভারে ৪৫ রান দিয়ে নেন আরও ২টি উইকেট। ম্যাচসেরা হন হায়দরাবাদের সেঞ্চুরিয়ান ইশান কিশান।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।