• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:১৬    ঢাকা সময়: ২৩:১৬

ঐশ্বর্যা নেই তাতে কি

দেশকণ্ঠ অনলাইন : ‘দসভি’ ছবির শুটিংয়ের সময় অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়। তার জেরেই নাকি ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের দাম্পত্যে চিড় ধরে। এই গুঞ্জনই শোনা গিয়েছিল নেটপাড়ায়। গত বছর নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে পড়ে। যদিও নতুন বছরে পা দিতেই স্ত্রী ঐশ্বর্যাকে সঙ্গে নিয়েই বিভিন্ন জায়গায় যেতে শুরু করেন অভিনেতা। কেউ কেউ তো বলতে শুরু করেন মেয়ে আরাধ্যার দিকে চেয়েই নাকি বিচ্ছেদের পথে হাঁটেননি বচ্চন দম্পতি। এ বার ফের দেখা গেল অভিষেক-নিমরতকে!
 
সম্প্রতি মুম্বইয়ের একটি খ্যাতনামী প্রযোজনা সংস্থা নৈশ পার্টিতে নিমন্ত্রিত ছিলেন অভিষেক-নিমরত। আপাদমস্তক কালো প্যান্ট, কালো জ্যাকেটে হাজির হন অভিষেক। তার কিছু ক্ষণের মধ্যে হাজির হন নিমরত। তাঁর পরনে কালো অফ শোল্ডার জামা, বিন্যস্ত চুল, মানানসই রূপটান। লাল গালিচায় হেঁটে গেলেন দু’জনে কিন্তু আলাদা আলাদা।
 
জল্পনার শুরু যে ঘটনা থেকে সেটা ২০২২ সালের কথা। ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সে সময় অভিষেক ও ঐশ্বর্যার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন, “১৫ বছর!” অভিষেক মন্তব্য করেন, “হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।” অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, “অসাধারণ।” পুরনো সেই ভিডিয়ো আচমকাই ছড়িয়ে পড়ে নেটপাড়ায়।

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।