দেশকন্ঠ অনলাইন : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। আজ রোববার (১৩ এপ্রিল) রাতে তারা ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে।
এই ম্যাচে নতুন এক রেকর্ড গড়েছেন মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে সম্পৃক্ততার (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) দিক দিয়ে ইতিহাস গড়েছেন মিশরীয় ফরোয়ার্ড। লুইস দিয়াজের প্রথম গোলটি ছিল সালাহর অ্যাসিস্টে, যা ছিল তার ৪৫তম গোল সম্পৃক্ততা তথা অবদান। ৩৮ ম্যাচের মৌসুমে এটি নতুন রেকর্ড।
তবে ম্যাচটি একতরফা ছিল না। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ওয়েস্টহ্যাম। ম্যাচের ৮৬ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা। কিন্তু ম্যাচের নাটকীয়তা এখানেই শেষ নয়। মাত্র তিন মিনিট পর, ৮৯ মিনিটে ভার্জিল ফন দাইক কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে আবারও লিভারপুলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এ গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
এই জয়ে ৬ ম্যাচ বাকি থাকতে লিভারপুল ১৩ পয়েন্টে এগিয়ে গেল দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে। ৩২ ম্যাচ থেকে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে আর্সেনালের সংগ্রহ ৬৩ পয়েন্ট। অন্যদিকে, ওয়েস্টহ্যাম ৩৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে, রেলিগেশন থেকে একটু ওপরে।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।