দেশকন্ঠ অনলাইন : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার কোনো চিরস্থায়ী ব্যবস্থা নয়, এটি সময়ের সঙ্গে চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকার যে পরিমাণ সংস্কার এখন করতে পারে, তা করলেই যথেষ্ট। নির্বাচিত সরকার আসলে তারা আরও এগিয়ে নেবে—এটাই হওয়া উচিত। রোববার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আগুনে ক্ষতিগ্রস্ত ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ শিল্পকর্ম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “৫ আগস্টের পর দেশে মুক্ত পরিবেশ ফিরে এসেছে। আমরা এখন প্রাণবন্ত গণতন্ত্র ফিরে পাওয়ার অপেক্ষায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আহ্বান জানিয়ে আসছি, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করুন।”তিনি আরও বলেন, “এই দেশের জনগণ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার ও গণতন্ত্রের স্বপ্ন দেখে আসছে। সেই দাবি আদায়ের পথে নিখোঁজ হয়েছেন ইলিয়াস আলী, সুমনসহ আমাদের অসংখ্য নেতা-কর্মী। শেখ হাসিনা বিচার ব্যবস্থাকে দলীয় অফিসে পরিণত করেছিলেন, মানবিকতা ও ন্যায়বিচারের জায়গা ধ্বংস করেছিলেন। সেই জায়গা থেকে আমাদের সরে আসতেই হবে।”
চারুকলার শিল্পকর্মে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, “গণতন্ত্র ছাড়া কোনো সংস্কৃতি টিকে থাকতে পারে না। যেখানে গণতন্ত্র থাকে, সেখানে শিল্প-সাহিত্য বিকশিত হয়, আগুন দিয়ে কিছু ধ্বংস নয়, বরং সবাই মিলে কিছু গড়ে তোলে। এটাই সংস্কৃতির প্রকৃত চেতনা।” তিনি চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, “তারা অত্যন্ত নিষ্ঠা ও পরিশ্রমে দুর্দান্ত শিল্পকর্ম নির্মাণ করছেন, আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই।”এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুস সালাম, মীর শরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম ও ডা. জাহিদুল কবির।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।