• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:২৬    ঢাকা সময়: ২৩:২৬

পাঁচ দিনের মাথায় জ্যোতিদের নতুন রেকর্ড

  • ক্রীড়া       
  • ১৫ এপ্রিল, ২০২৫       
  • ১৯
  •       
  • ২২:৩১:৪৬

দেশকন্ঠ অনলাইন : ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পাঁচ দিনও পূর্ণ হয়নি। এরমধ্যেই নিজদের রেকর্ড ভেঙে  সেটিকে নতুন উচ্চতায় নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে এবার প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭৬ রান করেছে বাঘিনীরা। ১০ এপ্রিল করা থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান ৫ দিনের জন্য ছিল জ্যোতিদের ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরে টস জিতে ব্যাটিং করতে নেমে এই রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত ছিলেন অধিনাটক জ্যোতি। ৫৯ বলে ১১টি চারের মারে এই রান করেন তিনি।

হাফ সেঞ্চুরি করেন ফারজানা হক ও শারমিন আক্তার। দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫৭ রান করে। ২৬ রান করেন ফাহিমা খাতুন। এ ছাড়া ওপেনার ইশমা তানজীম ১৪ ও আগের ম্যাচের জয়ের নায়ক রিতু মণির ব্যাট থেকে আসে ১২ রান। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্যাথরিন ব্রিস।জবাব দিতে নেমে ১১ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৫২ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ডের মেয়েরা।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।