একজন একাত্তরের অগ্নিকন্যা রোকেয়া সুলতানা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদান রেখেছেন । নারী সংগঠনগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সশস্ত্র ছাত্র বিগ্রেড গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন। ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের নেতৃত্বস্থানীয় ছাত্রীদের বিগ্রেড পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ছেলেদের আগে ড্যামি রাইফের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধে মেয়েদের প্রশিক্ষণে নেতৃত্ব দিয়েছেন। এক সময়ে করেছেন শিক্ষকতা। এখন অখণ্ড অবসরে শুদ্ধ জীবন-যাপন করছেন। অন্যজন তারই অগ্রজা। কাজী মমতা হেনা। মুক্তিযুদ্ধে তিনিও ছিলেন সরব। ছাত্র ইউনিয়নের নেত্রী হিসেবে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। ভূমিকা রেখেছেন নারী সংগঠক হিসেবে। তাদের এমন পরিবেশপ্রেমী ছবি দেখে ছড়িয়ে দিতে মন চাইলো....। তাই দিলেন ছড়িয়ে..
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।