ট্রাম্প নেতানিয়াহুর আলোচনার গুঞ্জন

  • ১৬ আগস্ট, ২০২৪       
  • ২৭
  •       

দেশকণ্ঠ অনলাইন : পশ্চিম এশিয়ায় আমেরিকার অন্যতম কূটনৈতিক ‘সঙ্গী’ ইজরায়েল। আগামী নভেম্বরে ভোট রয়েছে আমেরিকায়। ফের এক বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটের আগেই কি আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলাপ-আলোচনার ভরকেন্দ্র বদলে ফেলছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? ট্রাম্পের সঙ্গে আলোচনা করছেন গাজা প্রসঙ্গে? সম্প্রতি এই নিয়ে চর্চা শুরু হতেই অবস্থান স্পষ্ট করল নেতানিয়াহুর দফতর।
 
সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশ, ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকার রিপাবলিকান শিবিরের প্রেসিডেন্ট পদপ্রার্থীর সঙ্গে কোনও কথা হয়নি নেতানিয়াহুর। রয়টার্সে প্রকাশ, সম্প্রতি বেশ কিছু সূত্র মারফত উঠে আসছিল যে গাজায় সংঘর্ষবিরতি ও বন্দিমুক্তির প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে উভয়ের। তবে জেরুজালেম থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ট্রাম্পের সঙ্গে ১৪ আগস্ট তাঁর কোনও কথাই হয়নি। বিষয়টি নিয়ে রয়টার্সের তরফে ট্রাম্প শিবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
 
গাজায় যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ দিন ধরে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝেমধ্যেই বোমা পড়ছে। মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। সংবাদ সংস্থা এএফপিতে প্রকাশ, যুদ্ধ পরিস্থিতির মাঝে গত ১০ মাসে ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজ়ার হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। গত বছরের অক্টোবর থেকে এখনও পর্যন্ত ৯২ হাজারেরও বেশি মানুষ জখম হয়েছেন বলে দাবি হামাসের।
 
প্রসঙ্গত, যুদ্ধ পরিস্থিতির কারণে ইজারায়েল ও গাজা দু’প্রান্তেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দু’প্রান্ত থেকেই বোমা বর্ষণ চলে মাঝে মধ্যেই। দুই পক্ষই কখনও দায় মেনে নেয়, কখনও মানে না। এ সবের মধ্যেই সম্প্রতি ইরানের তেহরানে হামাস শীর্ষনেতা ইসমাইল হানিয়ার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে উত্তজেনা। ইরানের দাবি, ওই হামলা চালিয়েছিল ইজারায়েলই। তার পর থেকেই বড়সড় হামলার আশঙ্কায় রয়েছে নেতানিয়াহুর দেশ।
দেশকণ্ঠ//আসো

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।