• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৩২    ঢাকা সময়: ১৩:৩২

বিয়ের সানাই স্বস্তিকার

দেশকন্ঠ প্রতিবেদন : বিয়ের সুখবর দিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি! কনের সাজে দেখা গেছে এই অভিনেত্রীকে। মাথা ভর্তি সিঁদুর, জমকালো গয়না আর শাড়িতে অনন্যা স্বস্তিকা সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে লিখলেন, ‘বিয়ের সানাই বাজছে’। কিন্তু না, স্বস্তিকা বিয়ে করছেন না, আর বিয়ের পিঁড়িতেও বসার ইচ্ছে নেই তার। একাধিক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। স্বস্তিকার পোস্ট করা ভিডিও ও ক্যাপশন নেহাতই প্রচারমূলক। তবুও কনের সাজে প্রিয় অভিনেত্রীকে দেখে মুগ্ধ নেটিজেনরা। খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল স্বস্তিকার। পরিবারের ইচ্ছাতেই বিয়ে হয় তার। স্বামী প্রমিত সেন, সংগীতশিল্পী সাগর সেনের ছেলে। এত কম বয়সে বিয়ে, বিচ্ছেদ… জীবনের এতগুলো অধ্যায় পেরিয়ে এসে আজ কি আক্ষেপ হয় স্বস্তিকার? 
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে করা হয়েছিল এই প্রশ্ন। স্বস্তিকা যা উত্তর দিলেন তা অবাক করা মতো। তিনি বলেন, না তার আক্ষেপ হয় না। স্বস্তিকার কথায়, ‌‘যদি কখনো মনেও আসে যে বিয়ে ছাড়াও তো থাকতে পারতাম। তখনই মনে হয় মেয়েটাকে তো পেতাম না। আমার গোটা অস্তিত্বটাই যে অবলুপ্ত হয়ে যেত। আমি পাগল হয়ে যেতাম।’ মেয়ে অন্বেষার সঙ্গে তার বয়সের ফারাক খুব বেশি নয়। কিন্তু দুজনের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেয়েকে নিয়ে মাঝেমধ্যেই ছবি পোস্ট করেন তিনি। মেয়েই তার শক্তি, সে কথা বহু সাক্ষাৎকারে বলেছেন তিনি।  সিরিয়াল দিয়ে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেন স্বস্তিকা। এরপর একের পর এক ছবি করেছেন তিনি। কখনো হিন্দি আবার কখনো বাংলা– এই দুই মাধ্যমেই কাজ করেছেন চুটিয়ে। হয়েছেন কমার্শিয়াল ছবির হিরোইন, আবার বেছে নিয়েছেন আর্ট ফিল্মও। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।