দেশকন্ঠ অনলাইন : শোবিজ অঙ্গনে বর্তমান সময়ের প্রিয়মুখ সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। প্রথম সিনেমা দিয়েই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় থাকা ‘দাগি’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি।
শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে আরফান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির শুটিং শুরুর সময় থেকে এটি রয়েছে আলোচনায়। এবার ‘দাগি’র মুক্তির খবরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। দর্শকদের ভালো লাগার মতো একটি সিনেমা হয়েছে। সিনেমা সংশ্লিষ্ট সবাই সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্পে নির্মিত সিনেমাটিতে চমক হয়ে এসেছেন সুনেরাহ। এবারের ঈদ উৎসবে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমা এবং নিজের ক্যারিয়ার প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘ভালো গল্প সুন্দরভাবে দর্শকদের সামনে নিয়ে আসতে পারলে দর্শক তা গ্রহণ করেন। প্রেক্ষাগৃহে ভালো সাড়া না পেলেই সিনেমা খারাপ হয়ে যায় না। বর্তমানে অনেকেই ছবি হলে বসে দেখতে চায় না, ঘরে বসে ওটিটিতে দেখে। কাজের ব্যাপারে গল্প ও চরিত্র পছন্দ হলেই আমি করি। যদি মনে হয়, চরিত্রটি আমার পোর্টফোলিও সমৃদ্ধ করবে, তাহলে কাজটির সঙ্গে নিজেকে যুক্ত করি। সংখ্যায় কম হলেও কিছু ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই।’
এ অভিনেত্রীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ন ডরাই’, ‘মশারী’, ‘অন্তর্জাল’ ইত্যাদি। ইতিমধ্যে বেশ কিছু নতুন কাজ নিয়ে ব্যস্ততম সময় পাড় করছেন সুনেরাহ। ভিন্ন ভিন্ন গল্পের নানা চরিত্রে অভিনয় করে নিজেকে অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চান এই তরুণ অভিনেত্রী।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।