• মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ০০:৩৩    ঢাকা সময়: ১০:৩৩

শ্রদ্ধার আকাশচুম্বী পারিশ্রমিক

  • বিনোদন       
  • ০৪ মে, ২০২৫       
  • ১০
  •       
  • ২২:৫০:৪৭

দেশকন্ঠ  অনলাইন : জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন তিনি। অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে গত বছর মুক্তি পায় তার অভিনীত ‘স্ত্রী টু’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি ঝড় তুলেছিল। এবার জানা গেল, নতুন সিনেমার জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন ‘আশিকি’খ্যাত এই তারকা।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘স্ত্রী টু’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র রূপায়ন করেন শ্রদ্ধা কাপুর। এ চরিত্রের জন্য ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ১২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেন তিনি। একতা কাপুরের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাকে। এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি ৪২ লাখ টাকার বেশি)। শুধু তাই নয়, সিনেমাটির লভ্যাংশও নেবেন এই অভিনেত্রী।

বক্স অফিস সম্পর্কিত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে এটি সর্বোচ্চ পারিশ্রমিক। বর্তমানে হিন্দি সিনেমায় প্রধান নারী চরিত্র রূপায়নকারীর সর্বোচ্চ পারিশ্রমিকের মধ্যে একটি এটি। ১৭ কোটি রুপিতে শ্রদ্ধাকে চুক্তিবদ্ধ করাতে পেরে খুশি একতা কাপুরও। রাহি অনিল বার্ভের সিনেমাটি শ্রদ্ধার হিন্দি সিনেমার সর্বাধিক আয়কারী চলচ্চিত্র ‘স্ত্রী টু’-এর পরবর্তী পর্ব হতে যাচ্ছে।”

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, একতা কাপুরের থ্রিলার ঘরানার এ সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি পরিচালনা করবেন রাহি অনীল বার্ভে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। তবে পারিশ্রমিক বৃদ্ধির বিষয়ে শ্রদ্ধার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। এটি পরিচালনা করেন অমর কৌশিক। এতে তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত বছরের ১৫ আগস্ট বিশ্বের প্র্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পায়। ১২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মোট আয় করে ৮৭৪ কোটি রুপির বেশি।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।