দেশকন্ঠ অনলাইন : বলিউড বাদশাহ শাহরুখ খানের অভিষেক হলো এবারের মেট গালায়। প্রথম কোনো ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালার নীল কার্পেট মাতিয়েছেন তিনি। তবে তার সঙ্গে ওইদিন রাতে আলো ছড়িয়েছেন প্রথমবারের মতো মেট গালায় পা রাখা কিয়ারা আদভানি। নিখুঁত আত্মবিশ্বাসে মেট গালাতেই প্রথমবার বেবি বাম্প প্রকাশ্যে আনলেন কিয়ারা। কাঁধ খোলা কালো গাউনে সোনালি ছোঁয়া রেখে মেট গালার গালিচায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। কাঁধ খোলা কালো গাউনে সোনালি ছোঁয়া রেখে মেট গালার গালিচায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
কাঁধ খোলা কালো গাউনে ভারতীয় সংস্কৃতির সোনালি ছোঁয়া রেখে মেট গালার গালিচায় হেঁটেছেন প্রথমবারের মতো মা হতে যাওয়া এই বলিউড অভিনেত্রী। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে স্বামী-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা ইনস্টাগ্রামে বাবা-মা হওয়ার সুখবরটি দিয়েছিলেন।মেট গালায় বেবি বাম্প নিয়ে হাজির হয়েছিলেন রিহানা মেট গালায় বেবি বাম্প নিয়ে হাজির হয়েছিলেন রিহানা
কেবল কিয়ারা নন, আরও এক অন্তঃসত্ত্বা তারকা মেট গালার নীল কার্পেট উজ্জ্বল করেছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা ও অভিনেত্রী রিহানা। মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে দেখা মেলে রিহানার। কালো গাউনের সঙ্গে কালো কোট ও মাথায় গোলাকার কালো চুপি পরেছিলেন তিনি। তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন রিহানা। সে খবর মাস খানেক আগেই প্রকাশ্যে আসে। এর আগেও মেট গালায় হেঁটেছেন রিহানা। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় এই প্রথম।
কিয়ারার আগে মেট গালায় হেঁটেছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। ৫ মে নিউ ইয়র্কের দ্য মেট্রোপলিটান মিউজ়িয়াম অফ আর্টে আয়োজন কোড়া হয়েছিল এবারের মেট গালা। সিনেমাপ্রেমী ও ফ্যাশন দুনিয়ার নজর ছিল সেই দিকে।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।