• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:২০    ঢাকা সময়: ২৩:২০

১৫০ বছরে পা দিচ্ছে কলকাতার ট্রাম

দেশকন্ঠ প্রতিবেদন : সার্ধশতবর্ষে পা দিতে যাচ্ছে কলকাতার ট্রাম। আগামী শুক্রবার ১৫০ বছর হচ্ছে ট্রামের। তাই শহরের বুকে ট্রাম রেখে দেওয়ার জন্য রাজ্য সরকারকে আবেদন জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিধানসভার প্রায় শেষের দিকে তিনি বলেন, কলকাতার ট্রাম দেড়শ বছরে পা দেবে। সেই ট্রাম যেন কলকাতা থেকে উঠে না যায় সেদিকে সরকারকে নজর দিতে অনুরোধ করব।' তিনি আরও বলেন, ট্রামের সঙ্গে কলকাতার তথা পশ্চিমবঙ্গের মানুষের আবেগ জড়িয়ে আছে। তাই সরকারের উচিত ট্রাম পরিষেবা বহাল রাখা। রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমি জোর দিয়ে বলতে পারি সরকারের ট্রাম তুলে নেওয়ার কোনো অভিপ্রায় নেই। কিছু জায়গায় যানজটের জন্য ট্রাম তুলে দিতে হয়েছে। কিছু জায়গায় ট্রাম তোলা হয়েছে মেট্রোরেলের কাজের জন্য। তবে সরকার কোনোদিনই পুরোপুরি ট্রাম তুলে দেওয়ার কথা ভাবেনি।
 
বর্তমানে শুধুমাত্র ধর্মতলা-গড়িয়াহাট এবং বালিগঞ্জ-টালিগঞ্জ রুটে ট্রাম চলছে। আগে শহরে ২৫টি রুটে ট্রাম চলত। পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, ধর্মতলা-খিদিরপুর এবং ধর্মতলা-শ্যামবাজারের মধ্যে আবার ট্রাম চলাচল শুরু হতে পারে। এর মধ্যে ধর্মতলা-খিদিরপুর রুটটি হেরিটেজ রুট বলে পরিচিত। ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ৩.৯ কিলোমিটার পথে সেই ট্রাম চলে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।