• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৬:১৫    ঢাকা সময়: ০২:১৫

ইউক্রেনে পুতিনের যুদ্ধবিরতির ঘোষণা

দেশকন্ঠ অনলাইন : খ্রিষ্টানদের পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, মানবিক বিবেচনায় স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে, যা চলবে সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে রুশ সেনাদের।

ক্রেমলিনের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা আশা করছে ইউক্রেনও এই যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং ইস্টারের সময় হামলা থেকে বিরত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তার সেনাবাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন—এই সময়ের মধ্যে যেন কোনো ধরনের আক্রমণ চালানো না হয়। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে বা উসকানি দেয়, তাহলে রুশ বাহিনী প্রয়োজনীয় জবাব দিতে প্রস্তুত থাকবে।

এক আনুষ্ঠানিক ঘোষণায় পুতিন বলেন, “মানবিক দিক বিবেচনায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার রাত পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি কার্যকর করবে। আমি নির্দেশ দিয়েছি এই সময়সীমায় সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখতে।”তিনি আরও বলেন, “আমরা আশা করছি ইউক্রেন এই উদ্যোগকে সম্মান জানাবে। তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘন কিংবা শত্রুপক্ষের উসকানির বিরুদ্ধে আমাদের সেনারা সর্বদা প্রস্তুত থাকবে।”

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন। ওই দিনই রাশিয়ার হাজার হাজার সেনা ইউক্রেনে প্রবেশ করে। প্রথমদিকে রুশ বাহিনীর মূল লক্ষ্য ছিল কিয়েভ দখল করে জেলেনস্কি সরকারকে হটানো। কিন্তু তা ব্যর্থ হলে পরে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে নজর দেয় রাশিয়া। তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বর্তমানে এ দুটি অঞ্চলের প্রায় পুরোটা নিয়ন্ত্রণে রেখেছে রুশ বাহিনী।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।