• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:১৬    ঢাকা সময়: ২২:১৬

নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দিলেন থাই রাজা

দেশকণ্ঠ ডেস্ক : থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন দেশটিতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটি ডিক্রি অনুমোদন করেছেন। সোমবার রয়াল গেজেটের একটি ঘোষণা অনুসারে, আগামী মে মাসে দেশটিতে সাধারণ নির্বাচন হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে থাই রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে।
 
সোমবার প্রকাশিত ডিক্রিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের অর্থ ‘রাষ্ট্রপ্রধান হিসেবে রাজার সঙ্গে গণতান্ত্রিক সরকার অব্যাহত রাখার জন্য জনগণের কাছে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া।’ পার্লামেন্ট ভেঙে যাওয়ার ৪৫ থেকে ৬০ দিন পর নির্বাচন করার নিয়ম রয়েছে। নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা না হলেও দিনের শুরুতে উপপ্রধানমন্ত্রী উইসানু ক্রি-এনগাম বলেছিলেন, যদি সোমবার পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় তাহলে সম্ভবত ১৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
থাইল্যান্ডের আগামী নির্বাচনে ধনকুবের সিনাওয়াত্রা পরিবার এবং দেশটির রক্ষণশীল সামরিকপন্থীর মধ্যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক লড়াই দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের মেয়ে পাইটংটার্ন সিনাওয়াত্রা মতামত জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। সপ্তাহান্তে প্রকাশিত একটি জরিপে তার সমর্থন ১০ পয়েন্ট বেড়ে ৩৮ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।
 
অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (এনআইডিএ) জরিপে প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা, যিনি ফেউ থাই সরকারের বিরুদ্ধে ২০১৪ সালের অভ্যুত্থানের পর থেকে ক্ষমতায় রয়েছেন, তিনি ১৫.৬৫ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ৬৮ বছর বয়সী প্রায়ুত নির্বাচনের আগ পর্যন্ত থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন। পার্লামেন্ট বিলুপ্তির পর একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আনন্দিত যে আমি ভালো কিছু তৈরি করেছি, দেশের জন্য রাজস্ব তৈরি করেছি, শিল্প তৈরি করেছি। সেখানে প্রচুর বিনিয়োগ হয়েছে। 
সূত্র : মালয় মেইল, রয়টার্স
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।