• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০২:৫৭    ঢাকা সময়: ১২:৫৭

২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো সম্ভব : ট্রাম্প

দেশকণ্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিনি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিতে পারেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এর জন্য শান্তি আলোচনায় সভাপতিত্ব করবেন তিনি। কিন্তু কিভাবে যুদ্ধ বন্ধ করবেন সে বিষয়ে ব্যাখ্যা করতে অস্বীকৃতি জানান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 
 
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের শেষ পর্যন্ত যদি এই যুদ্ধ না থামে এবং তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে শান্তি প্রতিষ্ঠায় তার মাত্র একদিন সময় লাগবে। বিস্তারিত ব্যাখ্যা না করে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং তার মধ্যে আলোচনা হবে সহজ। তাতে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে তিনি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করে ফেলবেন। এক্ষেত্রে সমঝোতায় পৌঁছা অনেক সহজ হবে। তার ভাষায়, কিভাবে হবে, সেটা আমি বলতে চাই না। তবে সমস্যা সমাধানে খুব সহজ একটি সমঝোতা হতে পারে।
 
তাদের মধ্যে শান্তি স্থাপনে মাত্র একদিন সময় নেবো। তিনি বর্তমান চলমান সময়ের সমঝোতা চেষ্টা বা সমস্যা সমাধানের উদ্যোগের দিকে ইঙ্গিত করে বলেন, দেড় বছর ধরে সমঝোতা চলবে না। এটা অনেক দীর্ঘ সময়। এত সময় নিলে এই যুদ্ধের পরিণতি আরও ভয়াবহ হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক আছে। সে বিষয়ে তিনি বলেন, ২০২০ সালে তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবার নির্বাচিত হতেন, তাহলে ইউক্রেন যুদ্ধ হতো না। 
 
অনেকেই বলে এই যুদ্ধ বাধিয়েছে আমেরিকা। কথাটা কতটুকু সত্য আন্তর্জাতিক রাজনীতিতে জ্ঞানী নেতারা ভাল বলতে পারবেন। ট্রাম্পের বক্তব্য [যুদ্ধ ই হত না] কিছুটা এই মতবাদ সমর্থন করে। যারা আমেরিকা কে দোষারোপ করে।
দেশকণ্ঠ/আসো
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।