• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:২৩    ঢাকা সময়: ০৩:২৩

শেষ দিনে ‘সোনার হরিণ’ পেয়েছেন ১৯ হাজার ২৪০ যাত্রী

দেশকন্ঠ প্রতিবেদন : আসন্ন ঈদুল ফিতরে মানুষের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে ৫ দিনব্যাপী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রির শেষ দিন ১১ এপ্রিল বিক্রি করা হয়েছে ২১ এপ্রিলের টিকিট। যা ঈদের আগের দিন হিসেবে ধরেছে রেলওয়ে। এদিন সারাদেশের মোট ১৯ হাজার ২৪০ জন মানুষ টিকিট কিনতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) রেলওয়ের মোট আসন বিক্রি হয়েছে ৩৫ হাজার ৭৩৭টি। এর মধ্যে সবচেয়ে কম টিকিট বিক্রি হয়েছে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ঈদ স্পেশাল-৬ ট্রেনে। সেখানে মাত্র ১ জন যাত্রী ২টি আসন কিনেছেন।
 
অন্যদিকে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের মহানগর এক্সপ্রেস ট্রেনে। সেখানে ৫৫০ জন যাত্রী এক হাজার ১৮২টি আসন কিনেছেন। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে গত ১ মার্চ থেকে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিতে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় এবারই প্রথমবারের মতো ঈদে ট্রেনের অগ্রীম টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট প্রাপ্তির জন্য কাউন্টারে গিয়ে দিনের পর দিন যাত্রীদের ভোগান্তি নিরসনে এই সিদ্ধান্ত নেয় রেলওয়ে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।