• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৫৪    ঢাকা সময়: ২১:৫৪

ঈদে ঢাকা ছেড়েছেন প্রায় ৫৩ লাখ সিমধারী

দেশকণ্ঠ প্রতিবেদন : ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে নিজ গ্রাম ও এলাকায় যাচ্ছেন তাঁরা। ১৯-২১ এপ্রিল এই তিন দিনে প্রায় ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিমধারী ঢাকা ছেড়েছেন। এই তথ্য জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ভেরিফাইড ফেসবুক পেজে থেকে। তিনি জানান, এই তিন দিনে ঢাকায় প্রবেশ করেছেন ১৯ লাখ ৫ হাজার ৯০২ সিমধারী। এসব সিম দেশের চারটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের।
 
ঢাকা ছেড়ে যাওয়া সিমধারীদের মধ্যে গ্রামীণফোনের ১৭ লাখ ৪০ হাজার ১১৭, রবির ১৪ লাখ ৭৩ হাজার ৭২১, বাংলালিংকের ২০ লাখ ৫৯ হাজার ৮৫৭ ও টেলিটকের ৮১ হাজার ১৩৭ জন। মন্ত্রী জানান, একই সময় গ্রামীণফোনের ৩ লাখ ৮৯ হাজার ২৮৩, রবির ২ লাখ ৫৬ হাজার ৩২, বাংলালিংকের ১২ লাখ ২৯ হাজার ৮২৩ ও টেলিটকের ৩০ হাজার ৭৬৪ জন সিমধারী ঢাকায় এসেছেন।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।