• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:২৩    ঢাকা সময়: ২২:২৩

বঙ্গবন্ধু পার্কে দর্শনার্থীদের ভিড়

দেশকন্ঠ প্রতিবেদন : ঈদ আনন্দে চাঁদপুর বড় স্টেশন মোলহেডের তিন নদীর মোহনায় বঙ্গবন্ধু পার্কে মেতে উঠেছেন পর্যটকরা। চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার পর্যটকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগমনে পার্কটি পরিণত হয়েছে এক মিলনমেলায়। রোববার (২৩ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সকাল থেকে হাজার হাজার দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে মোলহেড এলাকা। এছাড়াও চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকতিয়া বুকে স্পিডবোট ও লাল কাপড়ের ছাউনি লাগানো বেশ কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা চলতে দেখা গেছে। পরিবারের সদস্যদের নিয়ে স্পিডবোটে কেউ কেউ ছুটে চলছেন। কেউ নৌকায় বন্ধুদের নিয়ে ভাসছেন নদীতে। কেউ ব্যস্ত মোবাইল ফোনে সেলফি আর ভিডিও ধারণে। পরিবার ও স্বজনরা শিশুদের নিয়ে রেলগাড়ি এবং চরকি ঘোড়া চড়ে তারা আনন্দে মেতে উঠেছে। তাছাড়াও জাফরাণি তান্দুরি চা, চা-কপি চক্র করছেন। মেয়েরা চুড়ি, সাজুগুজুর হরেক রকমের উপকরণ ক্রয় করছেন। 
 
অন্যদিকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে মিনি কক্সবাজারে ট্রলার বা স্পিডবোট নিয়ে ঘুরতে দেখা যায় অনেককে। মোস্তাকিম নামের এক পর্যটক জানান, দেশের যে সকল দর্শনীয় স্থান আছে তার মধ্যে চাঁদপুরের ত্রি-মোহনা অনেক সুন্দর একটি পরিবেশ। দীর্ঘদিন ব্যস্ততা থাকার কারণে ভালো করে সময়টা কাটাতে পারিনি। যার কারণে এ স্থানে এসেছি। যাতে সুন্দর করে সময়টাকে উপভোগ করতে পারি। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। এখান থেকে সূর্যস্তটা উপভোগ করতে পারব। আমি মিনি কক্সবাজারে গিয়েছিলাম। সমুদ্র সৈকতের কক্সবাজারে যেরকম দৃশ্য আছে তার চেয়ে মিনি কক্সবাজার কম নয়। এখানেও অনেক সুন্দর পরিবেশ আছে। এখানকার পরিবেশ সত্যিকারের মনোমুগ্ধকর।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।