• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:৩৮    ঢাকা সময়: ১৮:৩৮

কালীগঞ্জে এনার ধাক্কায় সিএনজি আরোহী নিহত

দেশকণ্ঠ  প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া এনা বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক সিএনজি আরোহী নিহত এবং একজন আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধারের পর বাসসহ এনার ড্রাইভার ও সিএনজি গাড়িটি আটক করেছে।
 
থানা সূত্রে জানা যায়, ২০ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গি-কালীগঞ্জ-ভৈরব মহাসড়কের মূলগাঁও এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি এনা বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৯২) বেপরোয়া গতিতে ঘোড়াশালগামী একটি যাত্রীবাহী সিএনজিকে (গাজীপুর-থ-১২-১২২৭) ধাক্কা মারে। এতে সিএনজি আরোহী অজ্ঞাতনামা এক যুবক (১৮) মাথার একপাশ থেতলে ঘটনাস্থলেই মারা যায় এবং টঙ্গি এলাকার জালাল উদ্দিনের পুত্র মিরাজ (১৪) গুরুতর আহত হয়। দূর্ঘটনার পর সিএনজি ফেলে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং চালক আব্দুল আলিম ওরফে হালিমকে সহ এনা বাস ও সিএনজি গাড়ীটি আটক করে থানায় নিয়ে যায়। 
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান জানান, নিহত যুবকের সাথে মোবাইল, জাতীয় পরিচয়পত্র বা অন্য কোন কাগজপত্র না পাওয়ায় তার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। তবে এখনো নিহত যুবকের পরিচয় উদঘাটন করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।