• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:৫২    ঢাকা সময়: ১৭:৫২

রাজকান্দি বনে আগুন

দেশকন্ঠ প্রতিবেদন : ‌সিলেট বন বিভাগের আওতাধীন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জের কুরমা বন বিটের সুনারায় বাঁশ বাগানের হামহাম জলপ্রপাতের সড়কের পাশে বাঁশ বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে বনের সরু সড়কের পাশের বাঁশ বাগানসহ প্রায় তিন একর এলাকার বিভিন্ন ধরনের গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে। এ ঘটনায় বুধবার তদন্ত কমিটি গঠন করেছে সিলেট বন বিভাগ। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেঞ্জ অফিসারকে প্রধান করে একটি কমিটি করেছে সিলেট বন বিভাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো পর্যটক সিগারেট খেয়ে শুকনো পাতার মধ্যে ফেলে দিলে সেখান থেকে আগুন লাগতে পারে। আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
হামহাম জলপ্রপাত ঘুরতে যাওয়া পর্যটক সালিক মিয়া জানান, হামহাম যাওয়া-আসার পথে বনের প্রচুর জায়গা জুড়ে আগুন লেগেছে। আগুনের প্রচুর উত্তাপ ছিল। রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না। আগুন নেভানোর পর সন্ধ্যার পরে বন থেকে বেরিয়ে আসি। অগ্নিকাণ্ডের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জানান, বন বিভাগের কর্মকর্তারা আগুন লাগার সাথে জড়িত। কুরমা বন বিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, আগুনের খবর পেয়ে বন কর্মী ও স্থানীয় লোকদের সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রনে আনা হয়। আগুনে লেলিহান শিখায় বনের প্রায় দুই/আড়াই একর এলাকার লতাগুল্ম জাতীয় গাছ ঝলসে গেছে। সিগারেট থেকে এ আগুন লাগতে পারে বলে ধারণা তার।  
 
মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক মারুফ হোসেন বলেন, আমরা কমলগঞ্জ থানায় জিডি করেছি। সেখানে উল্লেখ করেছি, আগুনে প্রায় ২.৩৪ একর বাঁশমহাল পুড়ে গেছে। কমলগঞ্জ বন রেঞ্জ কর্মকর্তা তৈহিদুল ইসলাম বাঁশ বনে আগুন লাগার কথা স্বীকার করে বলেন, আগুনে বনের তেমন কোনো ক্ষতি হয়নি। উল্লেখ্য, এর আগেও মৌলভীবাজারে বড়লেখার লাটিটিলা বিট, কমলগঞ্জের লাউয়াছড়া বনে আগুন লাগে। গত ১৫ মার্চ রাজকান্দি বনের সাঙ্গাইসাফি, কাঁঠালকান্দি ও বাঘাছড়া এলাকার তিনটি টিলাভূমি আগুনে পুড়ে যায়। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।